মিরপুরে গতকাল থেকে টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। তবে প্রথম দিনের অনুশীলন সেশনে ছিলেন না সাকিব আল হাসান। টেস্ট অধিনায়ক টিম হোটেলে বিশ্রামে ছিলেন বলে জানা গেছে। সাকিব ছাড়া টেস্ট দলের বাকি সবাই অনুশীলন করেছেন।
আইরিশদের বিপক্ষে সিলেটে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত না হলে হয়তো তাদের হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণ হতো। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। গত শুক্রবার শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। একদিনের বিরতি শেষে গতকাল থেকে টেস্টের প্রস্তুতি শুরু করেছেন টাইগাররা। গত শনিবার একমাত্র টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব ও লিটনকে আইপিএল খেলার জন্য ছুটি দেয়নি বিসিবি। তাদের রেখেই দল ঘোষণা করা হয়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু ছিল সিলেট ও চট্টগ্রাম। এবার নিজেদের প্রিয় আঙিনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল বেলা ২টার দিকে অনুশীলন পর্ব শুরু করেন টাইগাররা। অনুশীলন সেশন শুরুর আগে ড্রেসিংরুমে শিষ্যদের সঙ্গে বৈঠক করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর মূল মাঠে শুরু হয় তামিম-লিটন-শরিফুলদের অনুশীলন সেশন। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনে বেশি মনোযোগী ছিলেন লিটনরা। ব্যাটিং কোচ জেমি সিডন্সকে স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করাতে দেখা গেছে। উইকেটকিপার লিটন দাস ছাড়াও আরও চারজন ছিলেন সেখানে। এই সেশন শেষে সহ-অধিনায়ক লিটন দাসের সঙ্গে আলাদা করে কথা বলেন হাথুরুসিংহে। ইংল্যান্ড সিরিজের পর কিছুদিন বিশ্রাম পেয়েছে মিরপুরের উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে পিচ মোটামুটি প্রস্তুত। উইকেটে ঘাসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।