বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

ইউক্রেনজুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ৫

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৬ বার

ইউক্রেনজুড়ে আজ শুক্রবার ভোরে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ থেকে শুরু করে কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় মিডিয়া ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাশিয়ান বাহিনীর ওপর ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা চালাতে পারে- এমন সম্ভাবনার মুহূর্তেই ইউক্রেনজুড়ে অতর্কিত হামলা চালালো রাশিয়া। ধারণা করা হচ্ছিল, নতুন করে পাওয়া সামরিক সরঞ্জাম যার মধ্যে ট্যাঙ্ক আছে- এসব দিয়ে রাশিয়ার ওপর হামলা চালাবে ইউক্রেন।

কেন্দ্রীয় উমান শহরে রুশ বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আট জন। একটি আবাসিক ভবনে হামলার কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে। অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান ইহোর তাবুরেতস এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া কেন্দ্রীয় দিনিপ্রো শহরে এক বাড়িতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক শিশু ও এক মা নিহত হয়েছে। বার্তা আদান-প্রদানের মাধ্যমে টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শহরটির মেয়র বরিস ফিলাতভ। এছাড়া এ হামলায় আরও তিনজন আহত হয়েছে।

রাজধানী কিয়েভেও দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। সেইসঙ্গে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের ইউক্রেইয়াংকা শহরে অন্তত দুইজন আহত হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪২৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও অনেক বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com