ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতে দেশটির সেনাবাহিনী ও রাশিয়ার বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। শহরটি বর্তমানে দুই দেশের যুদ্ধের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। রুশ বাহিনী শহরটি দখল নিতে গত আট মাসের বেশি সময় ধরে মরিয়া হয়ে লড়ছে। বর্তমানে সেখানে কঠিন পরিস্থিতি বিরাজ করছে বলে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সের কমান্ডার জেনারেল আলেকসান্দার সিরিস্কি বলেছেন, বাখমুতের কিছু অংশে বাহিনী পাল্টা আক্রমণ শুরু করেছে। তুমুল লড়াই চলছে এবং পরিস্থিতি বিপজ্জনক।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সিরিস্কি বলেন, অগ্রসর হওয়ার জন্য শত্রুরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা কোনো কিছুই লক্ষ্য করছে না। উল্লেখযোগ্য ক্ষতি সত্ত্বেও ওয়াগনার এবং প্রাইভেট কোম্পানির যোদ্ধা এবং অপরাধীরা মরিয়া হয়ে লড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কিন্তু শত্রুরা শহরটি দখল নিতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি বেশ জটিল। তবে গতকাল রোববার রাশিয়া দাবি করেছে, পশ্চিম বাখমুতের আরও চারটি ব্লক তারা নিয়ন্ত্রণে নিয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৩২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে কিন্তু যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।