ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশ সুদান উত্তাল। দেশটিতে টানা ২৩ দিনের মতো দুই বাহিনীর মধ্যে লড়াই চলছে। এতে এখন পর্যন্ত ৫৫০ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে চার হাজার ৯০০ জন। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা বলছে, রাজধানী খার্তুমে বিমান হামলা ও সংঘর্ষ এখনো অব্যাহত আছে। রাজধানীর বিভিন্ন শহরে যুদ্ধবিমান ও বিস্ফোরণের রিপোর্ট পাওয়া যাচ্ছে। সুদানের সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ দারফুরের নায়লা থেকে আরএসএফ বাহিনীকে হটিয়ে দিয়েছে।
গতকাল শনিবার যুক্তরাজ্যের সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত সপ্তাহে সংঘর্ষের সময় দারফুরে এক সাবেক স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ১৯০ শিশু নিহত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ধারণা করেছে, সংঘাতের কারণে সুদান থেকে আট লাখ ৬০ হাজার মানুষ পালাতে পারে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সংঘাত দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলের নিরাপত্তা আরো ভঙ্গুর হয়ে পড়বে। এতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে দেশটির চিকিৎসকেরা জানান, খার্তুমের রাস্তায় তারা লাশের স্তূপ দেখতে পেয়েছে। মানুষজন দূষিত পানি পান করছে এবং চিকিৎসকরা বোমা হামলার আতঙ্কের মধ্যে কাজ করছে।
রাস্তায় লাশের স্তূপ বেড়ে যাওয়ায় সুদানের ডক্টর’স ইউনিয়ন একে পরিবেশগত বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। খার্তুমের বেশিরভাগ অঞ্চলে পানির সরবরাহ ব্যাহত হয়েছে। বিশেষ করে বাহরিতে বিশুদ্ধ পানির অভাবে ইতোমধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।