রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

মস্কোয় হামলা, কড়া হুঁশিয়ারি রাশিয়ার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৩ বার

রাশিয়ার রাজধানী মস্কোয় আজ মঙ্গলবার ভোর নাগাদ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। সেই সঙ্গে এর কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দ্বিমিত্রি পেসকভ বলেছেন, এটা পুরোপুরি স্পষ্ট যে কিয়েভের এ হামলার জবাবে আমরা দেশটিতে কার্যকর হামলার আলোচনা করছি। তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কোয় এ ড্রোন হামলায় তারা জড়িত নেই।

রাশিয়ার কর্মকর্তারা জানান, মস্কোতে ড্রোন হামলায় সেখানকার বেশ কিছু ভবন সামন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া মস্কোর দিকে আসা আরও কিছু ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

এ নিয়ে রাশিয়ার আইনপ্রণেতা ম্যাক্সিম ইভানোভ বলেছেন, মস্কোয় আজ সকালের হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গুরুতর। তিনি জানান, এখন কোনো বাসিন্দাই নতুন এ বাস্তবতা আর এড়াতে পারবেন না।

এর আগে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, ঘটনাস্থলে শহরের সকল ধরনের জরুরি পরিষেবা হাজির হয়েছে। এ ছাড়া মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়োভ টেলিগ্রাম চ্যানেলে বলেন, মস্কোর দিকে আসা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, মস্কোর উপকণ্ঠে এবং তার নিকটবর্তী অঞ্চলে ১০টি মধ্যে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

 

সোবিয়ানিন বলেছেন, বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ জানিয়েছেন মস্কোর প্রফসোইজনাইয়া স্ট্রিটে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com