রাশিয়ান সীমান্তবর্তী অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বেলগোরদের অন্তত চারটি এলাকায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেলগোরদের আঞ্চলিক গভর্নর ব্লাচেস্লাভ গ্লাডকভ বলেছেন, গত শুক্রবার থেকে এখন পর্যন্ত হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে একের পর এক পোস্টে গ্লাডকভ বলেন, সোবোলেভকা গ্রামে ১৮ টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুরুষ ও দুই নারী নিহত হয়েছে। হামলায় গ্যাস পাইপলাইন ও একটি পাওয়ার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
ভালুইস্কি জেলায় সোবোলেভকা গ্রামের অবস্থান, গত দুই সপ্তাহ ধরে সেখানে হামলার ঘটনা ঘটছে। তবে এসব হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে তাদের পাল্টা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেকোনো সময় যেকোনো দিন এ হামলা শুরু হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে ইউক্রেনের পাল্টা হামলার প্রস্তুতি প্রাক্বালে দেশটির ওপর হামলার পরিমাণ জোরদার করেছে রাশিয়ান বাহিনী। গত মাসে শুধু কিয়েভেই ১৭ বার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।