ঈদই হচ্ছে বর্তমান সময়ে সিনেমার একমাত্র বাজার! কারণ ঈদ ছাড়া সিনেমা হলগুলো প্রায় ফাঁকাই পড়ে থাকে। এ নিয়ে হল মালিকদের অভিযোগের শেষ নেই। দুই ঈদ ছাড়া বছরের বাকি সময় তারকাবহুল ও বড় বাজেটের সিনেমা হাতেগোনা মুক্তি পায়। ফলে হলে দর্শকও আসে হাতেগোনা। অনেক সময় হলের খরচ উঠে আসবে না বলে শো বন্ধ রাখা হয়। চিত্রটা ভিন্ন হয় একমাত্র ঈদে। এই সময়ে বড় বাজেটের সিনেমা নিয়ে হাজির হয় প্রযোজনা প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় কোরবানির ঈদে আসছে বড় বাজেটের তারকাবহুল সিনেমা। এখন পর্যন্ত পাঁচটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। সিনেমাগুলো হচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’। সিনেমা মুক্তি দেওয়ার জন্য হল মালিকরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। প্রতিটি হলের সামনে, রাস্তায় ঝুলছে পোস্টার-ব্যানার।
বর্তমানে ধারাবাহিকভাবে সিনেমা হল চালু আছে ৬০টি। এর মধ্যে আছে মাল্টিপ্লেক্সও। ঈদের সময় চালু হয় কিছু হল। সেই সংখ্যাটাও ৬০-এর কাছাকাছি। মানে দুই ঈদে দেশের সিনেমা হল সংখ্যা ১২০টি। এই ১২০টি হলে এবার মুক্তি পাবে সিনেমাগুলো। দর্শক কোনটি দেখবে বা দেখবে না সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে দর্শক আগ্রহের শীর্ষে আছে দুটি সিনেমা। এগুলো হলো- শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ আর আফরান নিশোর ‘সুড়ঙ্গ’। দুটি সিনেমার প্রচারও হচ্ছে ব্যাপকভাবে। ‘প্রিয়তমা’ সিনেমার তিনটি লুক প্রকাশ করে দর্শকের আগ্রহ তৈরি করেছে। শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার ইধিকা পালকে। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। বলা হচ্ছে, শাকিবের ক্যারিয়ারের সর্বোচ্চ রেন্টাল দিয়ে হল বুকিং করা হচ্ছে এ সিনেমার। ধারণা করা হচ্ছে, সর্বাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।
এবার শাকিবের প্রতিদ্বন্দ্বী হয়ে আসছেন বর্তমান সময়ের নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাম ‘সুড়ঙ্গ’। নির্মাতা রায়হান রাফি। গত বছর কোরবানি ঈদে ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন এ নির্মাতা। তাই ‘সুড়ঙ্গ’ নিয়ে সাধারণ দর্শকদের একটি আলাদা চাহিদা আছে। এ সিনেমার নায়িকা তমা মির্জা। সিনেমাটি একসঙ্গে কলকাতার প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। নির্মাতা রাফি জানিয়েছেন, প্রথম দিকে অল্পসংখ্যক হল দিয়েই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই দুই সিনেমা ছাড়া আলোচনায় আছে এবং গল্প ও নির্মাণ ভালো হলে দর্শক টানতে পারে আরও দুটি সিনেমা। যার মধ্যে আছে নিরবের ‘ক্যাসিনো’ মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’। নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাসিনো’তে প্রথমবারের মতো জুটি হয়েছেন নিরব ও বুবলী। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী বুবলী। সিনেমাটি কয়টি হলে মুক্তি দেওয়া হবে তা এখনো জানা যায়নি। তবে নিরব বলেছেন, ‘সিনেমাটিতে দর্শকের ভালো লাগার সব উপাদানই আছে। আমরা চেষ্টা করেছি দর্শকের ভালো লাগে, এমন কিছুই নিয়ে আসতে। আশা করছি, দর্শক হতাশ হবেন না।’ এদিকে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘প্রহেলিকা’ সিনেমার গান ও টিজার দিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেতা। নির্মাতা চয়নিকা চৌধুরীর এটি দ্বিতীয় সিনেমা। আর এ সিনেমার নায়িকাও বুবলী। এ সিনেমার মাধ্যমে দর্শক নতুন এক জুটিকে দেখতে পাবেন। এই সিনেমাটিও ২০টির অধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
নতুন জুটি নিয়ে অন্য যে সিনেমাটি আছে তালিকায় তার নাম ‘লাল শাড়ি’। চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত ও অভিনীত ছবিটিতে বিপরীতে আছেন সাইমান সাদিক। বন্ধন বিশ্বাস পরিচালিত এ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত। প্রায় ৩০টি হলে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। অভিনেতা সাইমন বলেন, “অনুদানের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ পুরনো। তবে অপু বিশ্বাস সেটা করেননি। যে টাকা অনুদান পেয়েছেন, তারচেয়ে বেশি টাকা লগ্নি করে ‘লাল শাড়ি’ নির্মাণ করেছেন। অনুদান তো বিনিয়োগ করেছেনই, সঙ্গে যোগ করে আরও লগ্নি করেছেন।”