ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজের যুদ্ধ চলছে মাঠে। তবে প্রতিবারের মতো এবারও মাঠের বাইরে সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে। যেখানে লর্ডস দ্বিতীয় টেস্টে জনি বেয়ারস্টোর আউটকে কেন্দ্র করে বাগ্যুদ্ধে জড়িয়েছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। মজার ব্যাপার এবার মুখোমুখি সাক্ষাতেও সেই ‘যুদ্ধ’ বজায় থাকল। তবে পুরোটাই হয়েছে মজার ছলে। খবর মিররের।
ন্যাটোর সম্মেলনে লিথুয়ানিয়ায় যোগ দিতে গেছেন সুনাক ও অ্যালবানিজ। মজার ব্যাপার সেখানেও অ্যাশেজের প্রসঙ্গ উঠে এসেছে। যেখানে শুরুটা করেছিলেন অ্যালবানিজ। তিনি সুনাককে একটি কাগজের টুকরো উপহার দেন, সেখানে লেখা ছিল ‘২-১’ । অর্থাৎ অ্যাশেজের বর্তমান অবস্থা। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সঙ্গে সঙ্গে সুনাক একটি ছবি বের করেন। সেটি লিডস টেস্ট জয়ের পর ক্রিস ওকস এবং মার্ক উডের উচ্ছ্বাস।
এই পুরো ঘটনার ভিডিও টুইটারে তুলে ধরে সুনাক লিখেছেন, ‘অ্যান্টনি অ্যালবানিজকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের একটা মন্ত্রিত্বের পদ ওকে দেব। তার আগে গত সপ্তাহের কথা মনে করিয়ে দিতে চাই। এখন দুটো টেস্ট বাকি।’
উল্লেখ্য, লর্ডসের সেই বিতর্কিত ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক পাশে দাঁড়িয়েছিলেন বেন স্টোকসদের। তার এক মুখপাত্র বলেছিলেন, স্টোকস যা বলেছেন, তার সঙ্গে একমত প্রধানমন্ত্রী। পরে সুনাকের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ টুইটে লেখেন, ‘আমাদের পুরুষ ও নারী ক্রিকেট দলকে নিয়ে আমি গর্বিত। দুই দলই অ্যাশেজের প্রথম দুটো ম্যাচ জিতেছে। সেই পুরনো অজি— সব সময় জিতছে।’ এরপরেই তিনি লেখেন, ‘প্যাট কামিন্সদের পাশে রয়েছে অস্ট্রেলিয়া। জিতে ওরা দেশে ফিরুক। আমরা স্বাগত জানানোর জন্য তৈরি।’