এবার সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ প্রযুক্তি অর্জন করেছে তারা।
বুধাবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে যে আমাদের দেশের প্রতিরক্ষা শক্তিতে নতুন যুগের সূচনা হয়েছে। আমরা সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করেছি। এখন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলছে।
সূত্রে আরো বলা হয়, নতুন ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যেতে পারবে। আক্রমণের ক্ষেত্রে দ্রুতগতি সম্পন্ন হবে।
তবে কখন এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর্যায় শেষ করতে পারে এবং সর্বজনীনভাবে উন্মোচন করতে পারে তা বলা হয়নি।
সূত্র : আল জাজিরা