ভারতের দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের রোটারি ক্লাবের উদ্যোগে দিনাজপুরের হিলি সীমান্তে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ৫টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের বাংলাদেশ-ভারত শূন্য রেখায় এই উৎসব অনুষ্ঠিত হয়।
ভারতের দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের রোটারি ক্লাবের গভর্নর নিলেশ আগরওয়ালের নেতৃত্বে ক্লাবের সদস্যরা সীমান্তের শূণ্য রেখায় উপস্থিত হয়ে সীমান্তে কর্তব্য বিজিবি সদস্যদের হাতে রাখি বেঁধে দিয়ে ও মিষ্টি উপহার দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় বিজিবির চেকপোস্ট গেট কমান্ডার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। তারা সীমন্তের উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি কামনা করেন।
পরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য, ব্যবসায়ী ও সাংবাদিকসহ স্থানীয় সকলের হাতে রাখি বেঁধে দেয়া হয় এবং মিষ্ট উপহার দেয়া হয় ওই সংগঠনের পক্ষ থেকে।
রোটারি ক্লাবের সদস্যরা জানায়, উভয় দেশের নাগরিক, সীমান্তরক্ষি বাহিনী, ব্যবসায়ীসহ সকলের মাঝে যে সু-সম্পর্ক রয়েছে তা আরো বৃদ্ধিতেই এই আয়োজন। এই রাখি বন্ধন অনুষ্ঠানের মাধ্যমে একে অন্যের সাথে সৌহার্দ্য ও সম্প্রিীতি বজায় রেখে নিজ-নিজ দেশের দায়িত্ব পালন করা আরও সহজ হবে।