মরক্কোর মধ্যাঞ্চলে গত শুক্রবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৮২৬ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহতের সংখ্যাও দুই হাজার ৫৬২ ছাড়িয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। খবর আল জাজিরা ও বিবিসির।
উদ্ধারকারীরা এখনো অনেক দুর্গম পাহাড়ি অঞ্চলে পৌঁছাতে পারেনি। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির কর্তৃপক্ষ। দেশটি বিভিন্ন দেশের কাছে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার জন্য চাপের মধ্যে আছে।
এখন পর্যন্ত মরক্কো স্পেন, যুক্তরাজ্য, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের আছে সহযোগিতা নিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে হুট করে সাহায্যকারী দল আসলে দেশে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মারাকেশ, হাউজ, অ্যাটলাস পর্বতমালা এলাকার বহু মানুষই আবার ভূমিকম্প হওয়ার ভয়ে নিজেদের ঘরে ফিরে যায়নি।
এ ভূমিকম্পের পর গত শনিবার মরক্কোতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। দেশটির সেনাবাহিনীকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশও দিয়েছেন তিনি।