মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

মার্কিন দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করলো রাশিয়া

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১ বার

বিদেশী রাষ্ট্রকে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত একজন রাশিয়ান নাগরিকের সাথে কাজ করার দায়ে  দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা মার্কিন দূত লিন ট্রেসিকে তলব করেছে এবং তাকে জানিয়ে দিয়েছে, দূতাবাসের প্রথম সচিব জেফরি সিলিন এবং দ্বিতীয় সচিব ডেভিড বার্নস্টেইনকে সাত দিনের মধ্যে রাশিয়া ছেড়ে যেতে হবে।

মন্ত্রণালয় বলেছে, উল্লিখিত  ব্যক্তিরা একটি বিদেশী রাষ্ট্রের সাথে ‘গোপনীয় সহযোগিতার’ অভিযোগে অভিযুক্ত রাশিয়ান নাগরিক আর. শোনোভের সাথে যোগাযোগ বজায় রেখে অবৈধ কার্যকলাপ পরিচালনা করছিলেন।

রবার্ট শোনোভ একজন রাশিয়ান নাগরিক, ২০২১ সালে রাশিয়া মার্কিন মিশনের স্থানীয় কর্মীদের বরখাস্ত করার  আদেশ না দেয়া পর্যন্ত ২৫ বছরেরও বেশি সময় ধরে পূর্ব রাশিয়ান শহর ভ্লাদিভোস্টকে মার্কিন কনস্যুলেট জেনারেল দ্বারা নিযুক্ত ছিলেন।ওয়াশিংটনের হয়ে  তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা পরিষেবার দ্বারা শোনভকে নিযুক্ত  করা হয়েছে বলে মস্কো অভিযোগ তোলার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্কিন কর্মচারীদের ভয় দেখানো ও হয়রানির  চেষ্টা করছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস – FSB নিরাপত্তা পরিষেবাকে উদ্ধৃত করে বলেছে যে, শোনোভ রাশিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশে রাজনৈতিক অসন্তোষ কীভাবে বাড়ছে সে সম্পর্কে মস্কোতে মার্কিন দূতাবাসের কর্মীদের কাছে তথ্য সরবরাহ করছিলেন । এফএসবি বলেছিল যে, তারা মার্কিন দূতাবাসের কর্মীদের জিজ্ঞাসা করার পরিকল্পনা করেছে যারা শোনোভের সাথে যোগাযোগ রেখে চলছিলো ।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শোনোভকে রাশিয়ার জাতীয় নিরাপত্তার ক্ষতি করার লক্ষ্যে  অর্থ প্রদান করা হয়েছে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন দূতাবাসের হস্তক্ষেপ কড়া হাতে  দমন করা হবে।

সূত্র :  এনবিসি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com