মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

বিশ্বজুড়ে বাড়ছে ইহুদির সংখ্যা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫ বার

বিশ্বজুড়ে আগের চেয়ে বেড়েছে ইহুদিদের সংখ্যা। নাৎসি বাহিনীর নিপীড়নের শিকার হয়ে পৃথিবী থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া এই জনগোষ্ঠীর সদস্য সংখ্যা এখন দেড় কোটিরও বেশি। ইসরায়েলি সংবাদমাদ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইহুদি নববর্ষ রশ হাসানাহ উপলক্ষ্যে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, গত বছরের তুলনায় ইহুদির সংখ্যা এক লাখ বেড়েছে।

বিশ্বে মোট ইহুদির ৪৬ শতাংশের বসবাস ইসরায়েলে। অন্য দেশে বাস করে ৮৫ লাখ ইহুদি।

ইসরায়েলের পরে সবচেয়ে বেশি ইহুদির বাস যুক্তরাষ্ট্রে। দেশটিতে ইহুদির সংখ্যা ৬৩ লাখ। এরপর যথাক্রমে ফ্রান্স (৪ লাখ ৪০ হাজার), কানাডা (৩ লাখ ৯৮ হাজার), যুক্তরাজ্য (৩ লাখ ১২ হাজার), আর্জেন্টিনা (১ লাখ ৭১ হাজার), রাশিয়া (১ লাখ ৩২ হাজার), জার্মানি (১ লাখ ২৫ হাজার), অস্ট্রেলিয়া (১ লাখ ১৭ হাজার ২০০), ব্রাজিল (৯০ হাজার)- এ বসবাস করে ইহুদিরা।

মুসলিম দেশগুলোতে ২৭ হাজার ইহুদি বাস করে যার মধ্যে সবচেয়ে বেশি তুরস্কে। দেশটিতে ১৪ হাজার ২০০ ইহুদিদের বাস। এছাড়া ইরানে ৯ হাজার ১০০, মরক্কোতে ২১০০, তিউনিশিয়ায় ১০০ ও সংযুক্ত আরব আমিরাতে ৫০০জন ইহুদি বসবাস করেন। সব মিলে বিশ্বের ৮০টি দেশে এখন ইহুদিরা বাস করছেন।

সর্বশেষ ১৯৩৯ সালে বিশ্বজুড়ে ইহুদিদের সংখ্যা ছিল ১ কোটি ৬৬ লাখ। কিছুদিন পরই জার্মান নাৎসি বাহিনীর শিকার হয়ে প্রাণ হারায় ৬০ লাখের বেশি ইহুদি, যাকে ইতিহাসবিদরা হলোকাস্ট হিসেবে উল্লেখ করেন। প্রায় ৭০ বছর পর আবারও হলোকাস্ট পূর্ববর্তী জনসংখ্যায় ফিরে যাচ্ছে ইহুদি সম্প্রদায়। গবেষণা সংস্থা পিউয়ের পূর্বভাস অনুযায়ী, আগামী ২৫ বছরের মধ্যে ইহুদি জনসংখ্যা আরও ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com