বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান আইনজীবীকে ‘কুপিয়ে হত্যা করল’ ইসকন সদস্যরা অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ চিন্ময়কে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের বিবৃতি মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

বিএনপি-জামায়াত প্যানেল সব পদে জয়ী, আ’লীগের ভরাডুবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৫ বার

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচন’২৪-এ বিএনপি-জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ‘মুক্তা-জাফর পরিষদ’-এর প্রার্থীরা ১৩ পদের সবকটিতে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আতাউর রহমান খান (মুক্তা), সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জহুরুল হক (জাফর)।

শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণ করেন নির্বাচন কমিশন। নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোঃ আতাউর রহমান খান (মুক্তা ), সহ-সভাপতির দুটি পদে মোঃ জাহিদুল হাসান (মুন্নু ) এবং মোঃ রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক (জাফর), যুগ্ম সম্পাদকের দুটি পদে মাহফুজার রহমান (মামুন ) ও মোঃ হেলাল উদ্দিন প্রামাণিক, লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ( মিজান), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আ ন ম রজলুর রশিদ (শাহীদ )। পাঁচটি সদস্য পদে বিজয়ী নাসরিন আকতার জাহান (জেরিন), নুরুল ইসলাম আকন্দ, মোঃ নাজমুল হোসেন, মোঃ সাইফুদ্দিন (সাইফুল) ও মোঃ জাকারিয়া সরকার (ফেরদৌস)।

বিজয়ী সভাপতি আতাউর রহমান খান মুক্তার প্রাপ্ত ভোট ৫০৭ ও নিকটতম আওয়ামী প্যানেলের গোলাম ফারুকের প্রাপ্ত ভোট ২৬৬। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জহুরুল হক জাফর পেয়েছেন ৩৯৯ ভোট। নিকটতম আওয়ামী প্যানেলের জাকির হোসেন নবাবের প্রাপ্ত ভোট ৩০৪।

ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানান নেৃতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বার সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক সভাপতি শফিকুল ইসলাম টুকু, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য শেখ মকলেছুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিট সভাপতি অ্যাডভোকেট আলী আসগার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

নির্বাচিতদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি-সমর্থিত ১০ জন ও জামায়াত-সমর্থিত তিনজন রয়েছেন।

নির্বাচনে মোট তিনটি প্যানেল থেকে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দু’টি প্যানেল হলো আওয়ামী লীগ-সমর্থিত ও মহাজোট মনোনীত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ‘ফারুক-নবাব’ এবং জাসদ এবং বাসদ-সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ‘পল্টু-ববি পরিষদ’। মোট ৮৬০ জন ভোটারের মধ্যে ৮২০ জন ভোট প্রয়োগ করেন। ভোটার সংখ্যার দিক থেকে উত্তরাঞ্চলে আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, নির্বাচনে মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৮২০ জন ভোট দেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগের সর্বশেষ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি ও সদস্য ছাড়া ১৩টি পদের মধ্যে ১১টিতে জয়লাভ করেছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com