বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে। তার পক্ষে আজ মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।
সিটি করপোরেশন সাবেক প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-৫ আসন থেকে নির্বাচন করবেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ‘দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলীয় পদ থাকুক না কেন, যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগ, নগরীর ৩০টি ওয়ার্ডের নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সাদিক আবদুল্লাহ। বৈঠকে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, ‘আজ মঙ্গলবার সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।
বরিশাল-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন সাদিক আবদুল্লাহ। কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।
এর আগে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে বঞ্চিত হন সাদিক আবদুল্লাহ।