আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের সংসদীয় আসনগুলোতে শেষ সময়ের চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এর মধ্যে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের লীগের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদের ভাগ্য পরীক্ষা আগামীকাল। তারা প্রার্থিতা ফিরে পেলেও নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য সুযোগ পাবেন মাত্র তিন দিন।
জানা গেছে, এর আগে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলের মনোনয়ন না পেয়ে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর মনোনয়ন বাতিল চেয়ে পরে ইসিতে আপিল করেন ওই আসনের নৌকার প্রার্থী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। শুনানি শেষে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে কমিশন। পরে হাই কোর্টে গিয়ে নিজের পক্ষে রায় পেলেও আপিল বিভাগে ফের আটকে গেছে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা।
এদিকে ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বে অভিযোগে প্রার্থিতা বাতিল হয় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ। আর একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল থাকে। পরে শাম্মী আহমেদ এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন। অস্ট্রেলিয়ার নাগরিক হলেও শাম্মী আহমেদ তা গোপন করেছিলেন। পরে সেই অভিযোগের সত্যতা পেয়ে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আবেদনের শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন চেম্বার জজ আদালত। গত ২১ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আর বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা ফেরত চেয়ে করা আবেদনের বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গত ২১ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ দিন ধার্য করেন।
অপরদিকে শুনারির ফলাফল পাওয়ার আগেই প্রচার-প্রচারণার প্রস্তুতি নিয়েছেন শাম্মী আহমেদ। তাঁর অনুসারীরা জানিয়েছেন, ইতিমধ্যে মাইকিংয়ের জন্য ভয়েস রেকর্ড শেষ হয়েছে। আর পোস্টারও রয়েছে। ফলাফল ভালো হলেই তারা প্রচারণায় নেমে পরবেন।
এ বিষয়ে জানতে ড. শাম্মী আহমেদের মুঠোফোনে কল করা হলে কথা বলেন তাঁর ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সাব কমিটির সদস্য মো. জাফর। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের মনোনয়ন হাইকোর্টে আটকা আছে। আগামীকাল মঙ্গলবার রায় হবে। আশা করি প্রার্থিতা ফিরে পাব। আর নির্বাচনের জন্য যদি ১২ ঘণ্টাও সময় পাই, মিনিমাম দুই লাখ ভোট বেশি পেয়ে জয়জুক্ত হবে শাম্মী আহমেদ।’
অপরদিকে সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তবে প্রার্থিতা ফিরে পেলে সাদিক আব্দুল্লাহ নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা করবেন বলে জানিয়েছেন তাঁর অনুসারী মো. আতিকুর রহমান।