সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মন্দা আসছে ভারতে!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪৮৫ বার

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের গড় জাতীয় উৎপাদন ৪৫% কমতে পারে। আশঙ্কা মূল্যায়ন সংস্থা গোল্ডম্যান স্যাক্সের। পাশাপাশি ২০২০–২১ অর্থবর্ষে বার্ষিক গড় উৎপাদন সব মিলিয়ে ৫% কমতে পারে, জানাল তারা। গোল্ডম্যানের বক্তব্য, এমন মন্দা আগে কখনো দেখেনি ভারত। আগেও একবার দ্বিতীয় ত্রৈমাসিকের পূর্বাভাষ দিয়েছিল গোল্ডম্যান।

সেবার বৃদ্ধির হারে ২০% হ্রাসের কথা বলেছিল তারা। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক যখন শেষ হওয়ার মুখে, ঠিক সেই সময়ে আরো একবার ভারতের বৃদ্ধির হারে কাঁচি চালাল ওই সংস্থা। তবে পরবর্তী ত্রৈমাসিকে ভারতের সার্বিক বৃদ্ধির হার ২০% বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেছে তারা। পাশাপাশি চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক (‌১৪%)‌ ও পরবর্তী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (‌‌৬.‌৫%)‌ বৃদ্ধির হারের পূর্বাভাষ আপাতত অপরিবর্তিত রেখেছে গোল্ডম্যান স্যাক্স।

ভারতের অর্থনীতি চাঙ্গা করতে সম্প্রতি ‘‌আত্মনির্ভর ভারত’‌ প্রকল্পের আওতায় ২০ লক্ষ কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদি সরকার। তারপরই গোল্ডম্যান স্যাক্সের এই পূর্বাভাষ মোদি সরকারের অন্দরে কাঁপুনি ধরাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ১৭ মে তারিখের একটি নোটে সংস্থার দুই অর্থনীতিবিদ প্রাচি মিশ্র ও অ্যানড্রু টিলডন জানাচ্ছেন, ‘‌বিগত কয়েক দিনের ঘোষণায় দেশের বিভিন্ন অর্থনৈতিক সেক্টরের পরিকাঠামোগত সংস্কারের দিকে জোর দিয়েছে কেন্দ্র। এই সংস্কারের প্রভাব খুব শিরগিরই দেখা যাবে না। আমরা ভারতের অর্থনৈতিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখব।’‌
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com