ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের দিক থেকে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে দেশটি। অন্য যেকোনো দেশের তুলনায় সেখানে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে। প্রতিদিন প্রায় ৫০ হাজার করে রোগী বাড়ছে দেশটিতে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লমবার্গ বলেছে, করোনা বৃদ্ধির হারে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে ভারত। গত সপ্তাহের তুলনায় সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ।
ভারতীয় সরকারি তথ্যমতে দেশটিতে বর্তমান আক্রান্তের সংখ্য ১৫ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে প্রায় ৩৫ হাজার। সুস্থ হয়েছেন সাড়ে ৯ লাখের বেশি মানুষ। তারপরও প্রতিদিন প্রায় ৫০ হাজার করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, করোনা নির্মূলে অক্সফোর্ডের ভ্যাকসিন আক্রান্তদের শরীরে প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে ভারত। সেজন্য ভারতের পাঁচটি ক্লিনিক্যাল সাইট ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। ভারতীয় বায়োটেকনোলজি বিভাগের সেক্রেটারি রেনু স্বরূপ এ তথ্য নিশ্চিত করলেও চলতি বছরই দেশটির বাজারে এ করোনার ভ্যাকসিন আসবে কিনা; বিশেষজ্ঞরা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।