রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান না হলে রাষ্ট্র নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে পদার্পণ করলেও প্রত্যাবাসনে কোনো অগ্রগতি হয়নি। এ সংকট দীর্ঘায়িত হলে একে ঘিরে বাংলাদেশের নিরাপত্তাসহ নানামুখী ঝুঁকি সৃষ্টি হতে পারে।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রব বলেন, বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে স্বীকৃত রোহিঙ্গা সমস্যার সমাধানের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না; বরং তিন বছরে সংকট আরও ঘনীভূত হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ হারিয়ে ফেলছে উল্লেখ করে তিনি আরও বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর রোহিঙ্গাবিরোধী অভিযানকে নিন্দা জানানো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত তিনবার প্রস্তাব গ্রহণের চেষ্টা ব্যর্থ হয়েছে।