এখনও কমপক্ষে ২০,০০০ বিদেশি যোদ্ধা ও ভাড়াটে অস্ত্রধারীই লিবিয়ার মারাত্মক সঙ্কট। তাদের কাছে অব্যাহতভাবে যাচ্ছে অস্ত্র। এর ফলে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলে সতর্ক করেছেন লিবিয়া বিষয়ক জাতিসংঘের ভারপ্রাপ্ত দূত স্টেফানি উইলিয়ামস। তিনি লিবিয়ান পলিটিক্যাল ডায়ালগ ফোরামের অনলাইন মিটিংয়ে বলেছেন, এসব যোদ্ধা লিবিয়ার সার্বভৌমত্বকে ভয়াবহভাবে লঙ্ঘন করছে। এটা হতাশাজনক। অস্ত্রনিষেধাজ্ঞারও লঙ্ঘন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। উল্লেখ্য, লিবিয়ান পলিটিক্যাল ডায়ালগ ফোরাম হলো ৭৫ সদস্য বিশিষ্ট একটি ফোরাম।