রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন

অযোধ্যায় দৃষ্টিনন্দন মসজিদের ডিজাইন প্রকাশ (ভিডিও)

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২০৭ বার

ভারতের অযোধ্যায় মসজিদ নির্মাণের প্রথম আর্কিটেকচারাল পরিকল্পনা প্রকাশ করেছে এর দায়িত্বে থাকা ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) ট্রাস্ট। গত বছর সুপ্রিম কোর্টের এক রায়ের এই মসজিদ নির্মাণের কথা বলা হয়। বহুদিন ধরে উত্তর প্রদেশে বাবরি মসজিদ ও রাম মন্দির নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ নিয়ে গত বছর সুপ্রিম কোর্ট রায় দেয়। তাতে মসজিদ নির্মাণের জন্য আলাদা জমি দেয়ার নির্দেশ দেয়া হয় সরকারকে। এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর এ প্রকল্পের প্রথম অংশ হিসেবে মসজিদটির গঠন কেমন হবে তার চিত্র প্রকাশ করা হয়েছে। আগামী বছরের শুরুর দিকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা রয়েছে। এর পাশেই নির্মাণ হবে একটি হাসপাতাল।

দ্বিতীয় পরিকল্পনায় সেখানে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে ট্রাস্ট। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরো বলা হয়, বাবরি মসজিদ ভেঙে ফেলার পর নতুন করে মুসলিমদের জন্য এই মসজিদ নির্মাণ করা হলেও এর নাম কি হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ট্রাস্ট। তবে এটা জানা গেছে মসজিদটি কোনো সম্রাট বা রাজার নামে নামকরণ করা হবে না। ফলে এটা স্পষ্ট হয়েছে যে, এই মসজিদ সম্রাট বাবরের নামে নামকরণ হচ্ছে না। মসজিদটির পরিকল্পনা বা ডিজাইনের ক্ষেত্রে সারা বিশ্বের সমসাময়িক নানা মসজিদ অনুসরণ করা হয়েছে। এরপর কম্পিউটারে তার একটি ছবি দাঁড় করানো হয়েছে। তাতে দেখা যায়, ছবির মতো একটি বাগানের ভিতরে কাচে ঘেরা মসজিদের একটি বিশাল ডোম। মসজিদটির পাশেই দেখা যায় ভবিষ্যতদর্শী একটি হাসপাতাল ভবন। আইআইসিএফ ট্রাস্ট এক বিবৃতিতে বলেছে, সারা বিশ্বের মসজিদগুলোতে যে আধুনিক স্থাপত্যশৈলী প্রদর্শন করা হয়েছে তারই প্রতিফলন ঘটেছে এই ডিজাইনে। লখনৌতে আইআইসিএফ ট্রাস্ট অফিসে প্রফেসর এসএম আখতার ৫ একর জায়গার ওপর এই ভবনের পরিকল্পনা উপস্থাপন করেছেন। এখানে যে হাসপাতাল স্থাপন করা হবে তাতে আশপাশের শিশুদের এবং বঞ্চিত অভিভাবকদের এখানে চিকিৎসা দেয়া হবে। হাসপাতাল ভবনের ভিতরে থাকবে আইআইসিএফ ট্রাস্ট্রের অফিস এবং প্রকাশনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com