নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে তুরস্কে বৃহস্পতিবার থেকে চালু হওয়া কারফিউ সোমবার ভোরে শেষ হলো। দীর্ঘ ৮০ ঘণ্টা পর সোমবার ভোর ৫টায় এই কারফিউ শেষ হয়।
গত ডিসেম্বরের মাঝামাঝিতে কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে আনার জন্য প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দিয়েছিলেন।
কারফিউ শেষ হলেও পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সপ্তাহের শেষ পর্যন্ত কিছু নীতিমালা জারি থাকবে বলে মনে করা হচ্ছে।
তুরস্কে এ পর্যন্ত ২.২৪ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২.১ মিলিয়ন মানুষ। এ পর্যন্ত মারা গেছেন ২১,৫০০ জন।
সূত্র : আনাদোলু এজেন্সি