শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

যেসব ভিআইপিরা টিকা নিলেন রোববার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৪ বার

বাংলাদেশের সহস্রাধিক হাসপাতালে একযোগে শুরু হয়েছে গণ-টিকাদান কর্মসূচি। গতকাল রোববার সকালে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড নামে এই করোনাভাইরাস টিকা গ্রহণের মাধ্যমে গণ-টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গণ-টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় ভ্যাকসিন নিয়ে কোনো গুজব না ছড়ার আহ্বান জানিয়েতিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে কোনো সমালোচনা চাই না। আমরা মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দিচ্ছি। এই টিকা সম্পূর্ণ নিরাপদ।’

আরও যারা ভ্যাকসিন নিলেন :

ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন কেন্দ্রে টিকা নিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আর গণ-টিকাদান কর্মসূচির প্রথমদিনে আরও টিকা নিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ বেশ কয়েজন এমপি, হাইকোর্টের বিচারপতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা।

এরইমধ্যে বাংলাদেশের সব জেলা উপজেলার ১০০৫টি কেন্দ্র থেকে এই টিকা কর্মসূচি একযোগে শুরু করা হয়েছে। এজন্য কাজ করছে ২৪০০টি টিম। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com