পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়ে শিবসেনা বলেছে, প্রধানমন্ত্রী নির্বাচনে জেতার জন্য যেকোনো কিছু করবেন। মুম্বইয়ে শিবসেনারা তাদের মুখপত্র ‘সামনা’কে বলেছে, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনকে খুবই ‘প্রেস্টিজিয়াস’ করেছেন। জেতার জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত। সংক্ষিপ্ত এ খবরটি প্রকাশ করেছে ভারতের অনলাইন টাইমস অব ইন্ডিয়া।