দেশের চলমান লকডাউনের কারণে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)। এমন পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে বিপাকে পড়া দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল এক ম্যাচ বাকি থাকতেই দেশে ফিরে যাচ্ছে। ফ্লাইট জটিলতা এড়াতে আগামীকাল মঙ্গলবার সকালে নিজ দেশে ফিরবে তারা।
লকডাউন ঘোষণার আগেই বাংলাদেশে এসেছিল তারা। এরপর ৫ এপ্রিল থেকে লকডাউন হলেও দর্শকশূন্য মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চারটি ম্যাচ শেষ করেছে প্রোটিয়া মেয়েরা। চার ম্যাচের সবকয়টি জিতেছে সালমা খাতুনেরা। সিরিজের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল আগামীকাল। কিন্তু ফ্লাইট বন্ধ হয়ে গেলে ১৪ তারিখে দেশে ফিরতে পারবে না সফরকারীরা। যার কারণে এক ম্যাচ বাকি থাকতেই নিজ দেশে ফিরে যাচ্ছে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শরিফুল আলম নাদেল জানিয়েছেন, চলমান লকডাউনের কারণে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা নারী দলের শেষ ম্যাচ খেলা হচ্ছে না। তারা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে চাচ্ছে। কেননা লকডাউনের কারণে সামনে কোনো ফ্লাইট নেই। তাই শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরতে যাচ্ছে তারা। এ বিষয়ে বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে।