করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসন্ন লকডাউনে (১৪-২১ এপ্রিল) বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার কারণে বাংলাদেশ ইমার্জিং নারী দলের সঙ্গে শেষ ওয়ানডে ম্যাচ না খেলেই দেশে ফিরে গেল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। তবে বাংলাদেশ ত্যাগ করার কয়েক ঘণ্টা আগে দুঃসংবাদ শুনতে হয়েছে তাদের। দলের ৫ সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
সিলেট থেকে আসার পথে গতকাল সোমবার দুপুরে ওসমানী মেডিকেলে নমুনা প্রদান করেন দলের সঙ্গে থাকা ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা। এরপর নমুনা পর্যবেক্ষণের পর ৫ জনের করোনা পজিটিভ আসে, বিষয়টি দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
আক্রান্ত সদস্যরা হলেন- লিয়া জোনস, সিনালো জাফটা, বেনেতি, রবেইন সিয়ারলে এবং দলীয় ম্যানেজার মাতসিপি মারসিয়া লেটসালো।
এছাড়া বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ অবস্থায় এই পাঁচজনকে রেখেই ১৭ সদস্যকে নিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গেছে বহরটি। আক্রান্তদের রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। সেখানে বিসিবির তত্ত্বাবধানে চিকিৎসা চলবে তাদের।
এদিকে, একই সময় বাংলাদেশ নারী ক্রিকেট দলও ওসমানি মেডিকেলে নমুনা দিয়েছে। তবে তাদের সবার রেজাল্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছে বিসিবি।