প্রথম টেস্টে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর টানা দুই ইনিংসে রানের খাতাই খুলতে পারলেন না তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ বল খেলে ফেরেন কোনো রান না করে। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের শেষ বলে শান্তকে সাজঘরের পথ ধরান রমেশ মেন্ডিস। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান। তামিম ইকবাল অপরাজিত রয়েছেন ৭০ রানে।
শনিবার তৃতীয় দিনে মাত্র ১৫ মিনিট ব্যাট করে শ্রীলঙ্কা। ৭ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ।
সাইফ হাসানকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন তামিম। ২৫ রানে ফেরেন সাইফ। ১ রানের ব্যবধানে নাজমুল সাজঘরের পথ ধরলে তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।