সারা বিশ্বে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে। এর মধ্যেই চলতি ৬ জুলাই ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর কানে শুরু হয়েছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসব। তবে কর্তৃপক্ষ শুরু থেকেই বেশ সতর্কতা অবলম্বন করেছে। কিন্তু হঠাৎ করে ফরাসি অভিনেত্রী লেয়া সিদু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গুজব রটেছে, মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে উৎসব।
অবশ্য এর যৌক্তিক কারণ রয়েছে। উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ২৪টি চলচ্চিত্র। এর মধ্যে তিনটিতে কাজ করেছেন ফরাসি অভিনেত্রী লেয়া সিদু। ফলে সংবাদ সম্মেলনে নিয়মিতই তার দেখা পাওয়ার কথা। কিন্তু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এই আয়োজনে হয়তো আসতে পারবেন না তিনি। আপাতত প্যারিসে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাকে। করোনা প্রতিরোধক টিকার দুই ডোজ নিয়েও লাভ হলো না লেয়া সিদুর। তা ছাড়া ৩৬ বছর বয়সী এই তারকার মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।
লেয়া সিদু অভিনীত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’, ইলদিকো আনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ এবং ব্রুনো দুমোর ‘ফ্রান্স’ স্বর্ণ পামের জন্য লড়ছে। এ ছাড়া প্রতিযোগিতা বিভাগের বাইরে রয়েছে আরনো দিপ্লিশাঁর ‘ডিসিপশন’। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এগুলোর প্রদর্শনী হবে। লেয়া সিদু তার কান ভ্রমণ বাতিল করেছেন কি না তা জানা যায়নি। যদিও কয়েকটি সংবাদমাধ্যম বলছে, চিকিৎসকদের অনুমতি পেলে কান উৎসবে অংশ নেবেন এই ‘জেমস বন্ড’ তারকা। ২০১৩ সালে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবির সুবাদে কানে সেরা অভিনেত্রী হন তিনি। ফরাসি উপকূলীয় শহরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র উৎসবটিতে সশরীরে অংশগ্রহণ করছেন তারকা, চলচ্চিত্রকর্মী ও সংবাদকর্মীরা। আয়োজকদের দাবি, সংক্রমণ এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। উৎসবে অংশগ্রহণকারীরা বিনামূল্যে নমুনা পরীক্ষা করাতে পারছেন।
গুঞ্জন আছে, কান বন্ধ হয়ে যেতে পারে! তবে উৎসবটির পরিচালক থিয়েরি ফ্রেমো জোরালোভাবে তা অস্বীকার করেছেন। শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার ব্যাজধারীদের মধ্যে তিন হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কাউকে পজিটিভ পাওয়া যায়নি। আমাদের বলতে হচ্ছে, কান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার গুজব ভিত্তিহীন।’ করোনা মহামারীর প্রতিকূলতা কাটিয়ে দুই বছরেরও বেশি সময় পর গত ৬ জুলাই কানের ৭৪তম আসরের উদ্বোধন হয়। গতকাল পঞ্চম দিনেও ছিল নানা আয়োজন।
এ দিকে এবারের উৎসবটি বাংলাদেশের জন্য বিরল সম্মানের। কারণ, কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের ইতিহাসে বাংলাদেশের প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী প্রদর্শনীতে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এখন ছবিটির বন্দনা চলছে। এরপর কানের ফটোকলে বিশ্বের শত আলোকচিত্রীর সামনে এসেছেন পরিচালক, প্রযোজক, অভিনেত্রী ও নির্বাহী প্রযোজক। সেসব স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে তামাম দুনিয়ায়। এবার লালগালিচায় সম্মান পেলেন ছবিটির কলাকুশলীরা।
কান উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে লালগালিচায় হেঁটেছেন ‘রেহানা মরিয়ম নূর’ সংশ্লিষ্ট আটজন। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিট) পালে দে ফেস্টিভাল ভবনের সামনের চত্বরে ঝা-চকচকে লালগালিচায় হেঁটে সাদ-বাঁধনসহ গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ঢুকেছেন চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার ও কালারিস্ট চিন্ময় রয়।
কানের ৭৪তম আসরের অফিসিয়াল সিলেকশনে কেবল আঁ সার্তে রিগা বিভাগেই আছে বাংলাদেশ। যদিও এবারের আয়োজনে আরো কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের নাম জড়িয়ে রয়েছে। কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্য ফিল্মের অন্যতম একটি প্রোগ্রামের নাম ‘কান ডকস’। এতে ‘ডকস-ইন-প্রোগ্রেস’ বিভাগে নির্বাচিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র প্রকল্প। এর মধ্যে ইন্টারন্যাশন্যাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের সহযোগিতায় শোকেস সাউথ এশিয়ায় নির্বাচিত চারটি প্রামাণ্যচিত্র প্রকল্পের অংশবিশেষ গতকাল পালে দে ফেস্টিভাল ভবনের রিভিয়েরা টু’তে দেখানো হয়।
ইন্টারন্যাশন্যাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের সভাপতি সামিয়া জামান এখন কানে। তাকে সহযোগিতা করতে সাথে এসেছে মেজ মেয়ে প্রিয়া। ‘ডকস-ইন-প্রোগ্রেস’ বিভাগে নির্বাচিত প্রকল্প চারটির মধ্যে ‘থার্টিন ডেস্টিনেশন্স অব অ্যা ট্রাভেলার’-এর সহপ্রযোজক বাংলাদেশের মোখলেসুর রহমান তালুকদার লেনিন কানে এসেছেন। আগামী ১৩ জুলাই ডক ডে’তে ‘ডকস-ইন-প্রোগ্রেস’ থেকে ছয়টি পুরস্কার দেয়া হবে। সামিয়া জামানের আমন্ত্রণে রিভিয়েরা টু’তে এসেছিলেন বাংলাদেশের দুই তরুণ চলচ্চিত্রকর্মী আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। তারা ‘মুভিং বাংলাদেশ’ ছবি নির্মাণে আর্থিক সহায়তা পেতে বিশ্বের বৃহত্তম এই ছবিবাজারে এসেছেন। বিভিন্ন দেশের প্রযোজক, পরিচালক, পরিবেশক ও কলাকুশলীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা জমায়েত হয়েছেন এই ছবিবাজারে। তারা বিভিন্ন প্রকল্পের প্রযোজনা, পরিবেশনা ও নির্মাণ বিষয়ে মতবিনিময় করছেন এবং ছবির নির্মাণ ও বিপণনে প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন। ‘মুভিং বাংলাদেশ’ হবে নুহাশ হুমায়ূন পরিচালিত প্রথম চলচ্চিত্র। এবারের মার্শে দ্য ফিল্মে ভারতের এনএফডিসি ফিল্ম বাজার থেকে আমন্ত্রিত হয়েছে এই প্রকল্প।
গত বছর গোয়া ফিল্ম বাজারে নির্বাচিত হয় এটি। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীদের আগে শুক্রবার বিকেলে লালগালিচায় হেঁটেছেন আরিফুর রহমান। ফ্রেঞ্চ ইনস্টিটিউটের লা ফেব্রিক সিনেমার পক্ষ থেকে এই সুযোগ পেয়েছেন তিনি। লা ফেব্রিক সিনেমায় নির্বাচিত বিভিন্ন দেশের সম্ভাবনাময় ১০টি ছবির চিত্রনাট্যের মধ্যে রয়েছে আরিফুর রহমান প্রযোজিত ‘একা’। এর ইংরেজি নাম ‘সলো’। বাংলাদেশ, ভারত ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি হবে এটি। কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্য ফিল্মে অংশ নিতে আসা বিভিন্ন দেশের চলচ্চিত্র পরিবেশক ও এজেন্টদের সাথে উদীয়মান তরুণ নির্মাতাদের যোগাযোগ করিয়ে দিতে ফ্রান্স সরকারের ফ্রেঞ্চ ইনস্টিটিউট সাগরপাড়ে বসিয়েছে ‘ত্যু লে সিনেমাস দ্যু মন্দ’ (অল দ্য সিনেমাস অব দ্য ওয়ার্ল্ড) প্যাভিলিয়ন। এখানেই চলছে ‘লা ফেব্রিক সিনেমা’র (দ্য সিনেমা ফ্যাক্টরি) আয়োজন।