পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিতেই হবেÑ সেটি হয়তো আজ নয়তো কাল। তার কথায় পাকিস্তানের একক স্বীকৃতি পরিস্থিতিতে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না। এ কারণে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত রেখে ‘আজ নয়তো কাল’ প্রসঙ্গটি টেনেছেন। গতকাল শনিবার তুর্কি সংবাদমাধ্যম টিআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান সরকারকে স্বীকৃতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেন ইমরান।
তিনি বলেন, আফগানিস্তানে বিশৃঙ্খলায় ক্ষতিগ্রস্ত হতে চলেছে সেই প্রতিবেশীরা যদি ঐক্যবদ্ধ হয় এবং একটি যৌথ নীতি তৈরি করে, তা হলে পাকিস্তানের একক স্বীকৃতির চেয়ে সেটি বেশি প্রভাব ফেলবে।
ইমরান আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া ও চীনের স্বীকৃতির প্রয়োজন। সবচেয়ে বড় ব্যাপার হলোÑ যুক্তরাষ্ট্র কখন তালেবানকে স্বীকৃতি দেবে? আজ নয়তো কাল তাদের স্বীকৃতি দিতেই হবে। এ মুহূর্তে আপনারা যুক্তরাষ্ট্রের সিনেটের শুনানিতে দেখতে পাচ্ছেন, তালেবান আবারও ক্ষমতায় আসায় তারা পুরোপুরি অবাক এবং বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্রের আফগান রিজার্ভ ছাড় নিয়ে ইমরান বলেন, ওয়াশিংটন যদি রিজার্ভ না ছাড় দেয়, আর যদি তালেবান সরকারের পতন হয়, তা হলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফগান জনগণ।
নব্বইয়ের দশকে তালেবানের প্রথম সরকারকে তিনটি দেশ স্বীকৃতি দিয়েছিল, সেই তিন দেশের মধ্যে পাকিস্তান একটি। তবে আফগানিস্তানে তালেবান উত্থান ও জঙ্গিবাদ বিস্তারের পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে পশ্চিমারা সব সময় অভিযোগ করে আসছেন। পর্যবেক্ষকরা মনে করেন, এ কারণে পাকিস্তান তালেবান সরকারকে স্বীকৃতি নিয়ে তাড়াহুড়া করছে না।