রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

ঘর থেকে প্রেমিক-প্রেমিকার রক্তাক্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১০৪ বার

গাজীপুরের কালীগঞ্জে বন্ধ ঘর থেকে প্রেমিক-প্রেমিকার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে পুলিশ দু’জনের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে হৃদয় গমেজ (২৫) এবং একই উপজেলার বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিও’র মেয়ে ইভানা রোজারিও (২২)।

হৃদয় ব্র্যাক এনজিও’তে চাকুরি করতেন আর ইভানা নাসিংয়ের শিক্ষার্থী ছিলেন।

কালীগঞ্জ থানার এসআই আব্দুস সালাম ও স্থানীয় ইউপি সদস্য কাওসার আলম জানান, বেশ কিছুদিন ধরে হৃদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বুধবার সকালে হৃদয়কে বাড়ি রেখে তার মা ও চাচা জমির দলিল করতে কালীগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে যান। সন্ধ্যায় তারা বাড়ি ফিরেন। এসময় হৃদয়ের মা ভিতর থেকে ঘরের দরজা-জানালা আটকানো অবস্থায় দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু হৃদয়ের কোনো সাড়া শব্দ পাননি। তবে ঘরের ভিতর উচ্চ শব্দে মিউজিক বাজছিল।

একপর্যায়ে প্রতিবেশীরা উঁকি দিয়ে ঘরের ভিতরে ইভানা ও হৃদয়ের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে।

ইভানার লাশের উপর ছুরি হাতে হৃদয়ের লাশ পড়ে ছিল। নিহত ইভানার গলায়, ঘাড়ে ও গালে এবং হৃদয়ের পেটে ছুরিকাঘাতের একাধিক (১০টি) চিহ্ন রয়েছে।

পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে প্রেমিকা ইভানাকে ঘরে ডেকে এনে তাকে গলা কেটে ও এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যার করে প্রেমিক। পরে নিজের পেটে ছুরিকাঘাত করে হৃদয় আত্মহত্যা করে। এসময় নিজেদের আর্তচিৎকারের শব্দ বাইরের লোকজন যাতে শুনতে না পায় সেজন্য ঘরের দরজা জানালা আটকিয়ে উচ্চস্বরে মিউজিক বাজানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com