আইপিএল ২০২১-এর লিগের লড়াই শেষ। যদিও শেষ দিনে লিগের শেষ দু’টি ম্যাচের মাঝপথেই প্লে-অফের ছবিটা স্পষ্ট হয়ে যায়। দিল্লি আগেই লিগ টেবিলের এক নম্বর স্থান নিশ্চিত করেছিল। দু’নম্বরে থেকে লিগ শেষ করে চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে। চার নম্বরে থেকে প্লে-অফে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স।
মুম্বই শেষ ম্যাচে জিতে কেকেআরের মতোই ১৪ পয়েন্ট সংগ্রহ করে। তবে নেট রান-রেটে পিছিয়ে পড়ায় তাদের ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে। আরসিবির শেষ ম্যাচে দিল্লিকে হারিয়ে চেন্নাইয়ের মতোই ১৮ পয়েন্টে থেকে লিগের খেলা শেষ করে। যদিও নেট রান-রেটে পিছিয়ে থাকায় তাদের খেলতে হবে এলিমিনেটর।
এক নম্বর দল দিল্লি ক্যাপিটালস ও দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে। দেখে নেওয়া যাক আইপিএল ২০২১-এর প্লে-অফের সূচি।
প্রথম কোয়ালিফায়ার
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস
১০ অক্টোবর, রোববার, দুবাই
এলিমিনেটর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স
১১ অক্টোবর, সোমবার, শারজাহ
দ্বিতীয় কোয়ালিফায়ার
প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী দল
১৩ অক্টোবর, বুধবার, শারজাহ
ফাইনাল
প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী
১৫ অক্টোবর, শুক্রবার, শারজাহ
সূত্র : হিন্দুস্তান টাইমস