রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

হাসপাতালে খালি গায়ে টিকা প্রয়োগ, মুখে সিগারেট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১০১ বার

পরনে শুধু প্যান্টটাই আছে। শার্ট খুলে রেখেছেন। এভাবেই খালি গায়ে নারী-পুরুষ সবাইকে করোনার টিকা পুশ করেছেন এক মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই)। আবার একটু ফাঁকা হলে টিকাকেন্দ্রেই চেয়ারে বসে ধূমপান করেছেন। রবিবার দুপুরে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনার একটি ভিডিও দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে করোনার টিকা দেওয়া হয়। নারী-পুরুষদের জন্য আলাদা কোনো বুথ ছিল না। এ সময় একজন নার্স ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই শহিদুল ইসলাম একদম খালি গায়ে নারীদের টিকা প্রয়োগ করেন। এ সময় বেশ কয়েকজন নারীকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে। এর আগে শহিদুল ইসলাম টিকাকেন্দ্রের ভিতর একটি চেয়ারে বসে ধূমপান করেন। এ সময় তার পাশে টিকা প্রদানে সহায়তাকারী রেড ক্রিসেন্টের কর্মীসহ হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুন কুমার বলেন, খালি গায়ে দায়িত্ব পালন করার কোনো নিয়ম নেই। তাছাড়া পাবলিক স্থানে ধূমপান করারও কোনো বিধান নেই। চাকরি বিধি অনুযায়ী কোনো অবহেলা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে আসা রিওন হোসেন নামে এক ব্যক্তি বলেন, একজন সরকারি কর্মচারী কোনোভাবেই খালি গায়ে দায়িত্ব পালন করতে পারেন না। আবার এ অবস্থায়ই তিনি নারীদের করোনার টিকা দিয়েছেন। এ ছাড়া তিনি টিকাকেন্দ্রে বসেই ধূমপান করেছেন। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক টিকা নিতে আসা এক নারী জানান, তাকে খালি গায়ে এক ব্যক্তি টিকা প্রদান করেছেন। এটা খুবই অস্বস্তিকর ব্যাপার। একদমই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়।

মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম বলেন, শার্ট ঘেমে ভিজে গিয়েছিল। তাই খুলে রোদে রেখেছিলাম। এ জন্য খালি শরীরে টিকা দিয়েছি। এ ছাড়া যখন চাপ কম ছিল তখন একটু দূরে বসে সিগারেট ধরিয়ে ধূমপান করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com