শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

পটুয়াখালীতে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গুলিবিদ্ধ ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৯৯ বার

পটুয়াখালীর বাউফলের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন বিশ্বাসের নৌকার সমর্থক এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাদা হাওলাদারের ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ সজিব (২০) ওই ইউনিয়নের নিজবটকাজল গ্রামের বাসিন্দা নাসির প্যাদার ছেলে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহজাদা হাওলাদারের কর্মী। আহত সজিবকে শনিবার রাতে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মোঃ তাসিফুল ইসলাম জানান, তার (সজিব) অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের আগে বলা যাবে না ওটা কি? এ কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার ঘাড়ের বাঁ দিক দিয়ে ফরেন জাতীয় কিছু একটা ঢুকেছে সেটা নিশ্চিত।

জানা গেছে, শনিবার রাতে নওমালা ৬ নম্বর ওয়ার্ডটিতে (আবদুর রশিদ খান ডিগ্রী কলেজ এলাকা) নৌকার সমর্থকেরা আধিপত্য বিস্তার করতে ওই এলাকায় ঢুকে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে সাহা গাজীর বাড়ির সামনে পৌঁছালে ঘোড়া ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এবং গুলিবিদ্ধ হন মোঃ সজীব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com