সাংগঠনিক কাজে দিনাজপুর যাওয়ার পথে ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে আনসার ভিডিপির সদস্যরা তাদের উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের বটতলী আনসার একাডেমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমান পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা ও মোটরসাইকেল চালক হাসমত আলী ।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সিনিয়র চিকিৎসক ডা. এনামুল হক বলেন, আহতদের সুস্থ হতে কিছু দিন সময় লাগবে।