রবিবার, ০২ মার্চ ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

রংপুরের টুকুরিয়ায় ধীর গতিতে ভোটগ্রহণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১০৬ বার

রংপুর বিভাগের আট জেলার ১১ উপজেলার ৮৪ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের বেশ কয়েকটি সেন্টারের ধীর গতিতে ভোট চলার অভিযোগ করেছেন ভোটাররা।

পীরগঞ্জের ৬ নম্বর টুকুরিয়া ইউনিয়ন পরিষদের গন্ধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৯টায় ভোটাররা জানিয়েছেন, সেখানে ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। তপ্ত রোদে বয়স্ক মানুষরা এ কারণে দুর্ভোগ পোহাচ্ছেন।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি বুথে ২৪৭ টি ভোট পড়েছে। মোট ভোটার সংখ্যা এক হাজার ৮০৪ জন।

তার আশা, ৭৫ ভাগ ভোট কাস্টিংয়ের।

কেন্দ্রটি পরিদর্শন করে টুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শাহীন জানিয়েছেন, এই সময় পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। পরবর্তী সময়ে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি তার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুরো ভোটিং কার্যক্রম শুরু হওয়া নিয়ে শঙ্কা আছে তার।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, রংপুর বিভাগের ৮৪টি ইউনিয়নের মধ্যে রংপুরের পীরগঞ্জের মদনখালি, গাইবান্ধার সদরের লক্ষিপুর, দিনাজপুরের বোচাগঞ্জের আটগাও ইউনিয়নে ইভিএম এবং বাকি ৮১টিতে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই দফায় ৪২৭ জন চেয়ারম্যান, এক হাজার ১৮১ জন সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে তিন হাজার ১৮০ জন
প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৭ লাখ তিন হাজার ১৪৯ ভোটার রয়েছেন এবার।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com