টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরটা দারুণ কাটছে পাকিস্তানের।
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে চাঁনতারার দলটি। দলগত পারফরম্যান্স দুর্দান্ত হলেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল নয়।
সিরিজ শুরুর আগেই তিনি বলেছিলেন, মিরপুরের মাঠে রান পাবেন না। সেটি দেখালেন মাঠে ব্যাট হাতেও।
দুই ম্যাচ খেলে তার মোট রান দুই অঙ্কের ঘরই পার হয়নি। প্রথম ম্যাচে ১০ বলে ৭ রান করেছিলেন বাবর। তাসকিন আহমেদের বলে বোল্ড হন।
দ্বিতীয় ম্যাচের শুরুতেই মোস্তাফিজুরের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেট উড়ে যায় তার।
৫ বলে ১ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তবে এমন বাজে পারফরম্যান্সের মাঝেও দুর্দান্ত এক রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তানের অধিনায়ক।
অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে ছাড়িয়ে নতুন উচ্চতায় বাবর আজম। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক এখন বাবর আজম।
১০৮ ইনিংস খেলে ২৫১৪ রান করে এতদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হাফিজ।
আর শনিবারের ম্যাচে ১ রান করেই বাবরের সংগ্রহ দাঁড়ায় ২৫১৫ রান।
সাবেক পাকিস্তান অধিনায়কের রেকর্ডটা নিজের করে নিতে বাবর খেলেছেন ৬৫ ইনিংস।
৪৪ ইনিংস কম খেলেই স্বদেশি অলরাউন্ডারকে ছাড়িয়ে গেলেন বাবর! বাবর এই মাইলফলক ছুঁয়েছেন ৪৭.৪৩ গড় নিয়ে। বর্তমানে তার স্ট্রাইক রেট ১২৯.৭৮। আড়াই হাজার ক্লাবে প্রবেশের আগে ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণে বাবর করেছেন একটি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি।
বাবর ও হাফিজের পর এ তালিকায় তিনে রয়েছেন দেশটির আরেক অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।
চলমান বাংলাদেশ-পাকিস্তান সিরিজে একাদশে আছেন তিনি। তার এ মুহূর্তে সংগ্রহ ২৪২৩ রান। এ রান তুলতে খেলেছেন ১১০ ইনিংস শোয়েব।
তথ্যসূত্র: ক্রিকইনফো