ভারতে গত ৮ ডিসেম্বর প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং মারা গেছেন। তিনি তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি ছিলেন। ভয়াবহ ওই দুর্ঘটনায় সেদিন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন আরোহী নিহত হন।
খবর আনন্দবাজার ও এনডিটিভির খবরে বলা হয়, সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন বরুণ সিংও। আজ বুধবার ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটবার্তায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্যুর খবর জানানো হয়।
গত ৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের পরই জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। ওয়েলিংডন থেকে তিনি জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে সুলুর যান। ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়।