টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ভিনদেশে থাকলেও বিজয়ের আনন্দ ছুঁয়ে গেছে টাইগার ক্রিকেটারদের। নিউজিল্যান্ডের মাটিতে জাতীয় সঙ্গীতের সুরে বিজয় দিবস উদযাপন করেছেন মুশফিক-লিটনরা।
আজ বৃৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ক্রিকেটারদের জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায়। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় একসঙ্গে মাঠে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবে করোনা আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও করোনা আক্রান্ত রোগীর ক্লোজ কন্ট্রাক্টে থাকা কয়েকজন এখনো রুম কোয়ারেন্টিনে রয়েছেন।
ভিডিও বার্তায় বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্ সবাই নেগেটিভ এসেছি রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করবো। তো ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’
সাত দিনের কোয়ারেন্টিন শেষে অন্য হোটেলে উঠতে যাচ্ছে ক্রিকেটাররা। সুজন বলেন, ‘কালকে আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। আর যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে উনারা জিম ব্যবহার করতে পারবেন। আর উনারা ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবেন। ইনশাআল্লাহ্ সবাই ভালো আছে, সুস্থ আছে।’
স্পিন কোচ হেরাথ ভাল আছেন জানিয়ে সুজন বলেন, ‘রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং মাশাআল্লাহ্ সবাই আমরা নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ্।’