শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘ‌র্ষে আগুন, চালকসহ দগ্ধ ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৮৯ বার

টাঙ্গাইলে মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে চালকসহ দুইজন অগ্নিদগ্ধ হয়েছেন। পঞ্চগড় জেলার বানগুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আপন (৪০), একই জেলার ফুলতলার বাসিন্দা বাবুসহ অজ্ঞাত আরও একজন আহত হন।

আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ১৩নং ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান বলেন, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত সরে যেতে পারলেও আটকা পড়েন সিমেন্টবোঝাই ট্রাক চালক। আগুনে তার শরীর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজিব পাল চৌধুরী বলেন, ‘আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। এছাড়া মাথায় জখম ও হার ভেঙে গেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com