পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার সকাল ৮টার দিকে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের মাধপুর তৈলকুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পুটিগাড়া গ্রামের তারেক আলীর ছেলে ভ্যান চালক রবিউল (২৮) ও একই গ্রামের ভ্যান যাত্রী আ. মমিন (৫০)। আহত তৈলকপি গ্রামের রাজু এবং আরেকজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে ধান বিক্রি করার জন্য আতাইকুলা বাজারে ভ্যানগাড়ি করে যাচ্ছিল রবিউল ইসলাম ও আব্দুল মোমিন। বাজারের কাছাকাছি গেলে হঠাৎ ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
মাধপুর হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চালক, হেলপার পলাতক। লাশের আইনি প্রক্রিয়া চলছে।’