শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

ভোটকেন্দ্র থেকে তৈমুরের দুই কর্মীকে আটকের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১২৫ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ফতুল্লার হাজিগঞ্জ এলাকার ১১ নম্বর ওয়ার্ডের আইইটি স্কুলকেন্দ্র থেকে দুজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৷

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহ আলম (৫৫) ও জামাল (৫০) নামে দুজনকে আটক করা হয়৷ স্থানীয় ও তাদের আত্মীয়দের দাবি— এ দুজন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকারের সমর্থক। তাদের বাড়ি ফতুল্লার নিউ হাজিগঞ্জ এলাকায়৷
শাহ আলমের স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামী তৈমুরের কর্মী। হাতির ব্যাজ লাগানো থাকায় পুলিশকেন্দ্র থেকে তাকে আটক করে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. তৌফিকুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের বাইরে কী হয়েছে আমার জানা নেই৷ তবে কেন্দ্রের ভেতর কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হচ্ছে ৷ এখন পর্যন্ত ১৮.৫০ শতাংশ  ভোটগ্রহণ গ্রহণ করা হয়েছে বলে জানান ওই  কর্মকর্তা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন জানান, সন্দেহজনকভাবে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করার কারণে দুজনকে  আটক করা হয়েছে ৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com