বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরুর বাকি আছে আর মাত্র পাঁচদিন।
এবার সাকিব আল হাসান ও তার দলের হেড কোচ হয়েছেন খালেদ মাহমুদ সুজন। তবে দল বদলেছেন দুজনেই। বরিশাল ফরচুনে গিয়েছেন তারা। এর আগে ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে চার বছর কাজ করেছেন তারা।
দল নিয়ে কথা বলতে গিয়ে সুজন জানিয়েছেন, সাকিব যে দলে আছেন সেই দলকে নিয়ে এগিয়ে যেতে সহজ হয়। সাকিবের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে তার।
ফরচুন বরিশাল কর্তৃক সরবরাহকৃত ভিডিওবার্তায় সুজন বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।’
ফরচুন বরিশাল কেমন দল গড়তে পেরেছে প্রশ্নে বিসিবির এই পরিচালক বলেন, ‘বিপিএলে প্রত্যেকটা দলই শক্তিশালী। তারপরও বলব যে, আমরাও যথেষ্ট শক্তিশালী দল। খুব এনার্জেটিক একটা দল পেয়েছি। অনেক চিন্তাভাবনা করেই এ দল করেছি। আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত।তবে মাঠের পারফরম্যান্সই বলে দেবে আমরা মাঠে কতটা ভালো খেলছি। যদি মোমেন্টাম ভালো থাকে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।’
ফরচুন বরিশাল স্কোয়াড
সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর ও মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব উর রহমান (আফগানিস্তান), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), আলঝারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাক লিনট (ইংল্যান্ড)।