দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক কিশোর। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় আমবাড়ী-ঢাকা মহাসড়কের ইসান এগ্রো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানিয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার মুসাসাহা করোঞ্জি এলাকার ইসাহাক আলী (৬৫) এবং পুনট্টি ইউনিয়নের ভবানীপুরের দেলোয়ার হোসেন (৩৫)। আহত কিশোর মিনহাজুল ইসলামের বাড়ি ফুলবাড়ী উপজেলার শলাকুড়ি এলাকায়। সে নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান। পরে আহত দুজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইসহাককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।