রাজশাহী জেলা পুলিশের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। কেক কেটে তিনি উৎসবের উদ্বোধন করেন।
পুলিশের পেশাগত কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে ও গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে নানা রকমের পিঠার মনমাতানো গন্ধে ভরে ওঠে পুলিশ লাইন্স। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজশাহীর জনপ্রিয় শিল্পীরা।
উৎসবে অন্যদের মধ্যে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র ও টিএম মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। উৎসবে রেঞ্জ ও জেলা পুলিশের অন্য কর্মকর্তারাও অংশ নেন।