বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরীর ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে জেলা পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, উপ-কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মো. জুলফিকার আলী হায়দার, মো. মোক্তার হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের এবং মো. মনজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ক্রেস্ট ও সন্মাননা তুলে দেন পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে বিএমপি কমিশনার বলেন, শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতা সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা এবং সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করার উদ্দেশ্যেই খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে সেই লক্ষ্য অনেকাংশে সফল হয়েছে।