সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

বিশ্বে করোনা আক্রান্ত ৩৫ কোটি ছুঁইছুঁই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১১৭ বার

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে। তবে ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা কমেছে। আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিছুটা কম।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছে ছয় হাজার ৩৫৬ জন। আক্রান্ত হয়েছে ২৭ লাখ ৯৫ হাজার ৯৯৩ জন।

এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৬৭৮ এবং মোট মৃতের সংখ্যা ৫৬ লাখ ১০ হাজার ১৩৬ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৫৭ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৮৮ হাজার ৬২৩ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২২ হাজার ৯৭৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৩৯ লাখ ৬০ হাজার ২০৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৪৮৮ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৭৮৭ জন।

ভারতে মোট তিন কোটি ৯২ লাখ ১২ হাজার জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৯ হাজার ৪২২ জনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com