দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম। তিনি বলেন, নিহত যাত্রীরা বিরামপুর থেকে প্রাইভেট কারে করে জয়পুরহাটে ডাইভিং পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন।
প্রাইভেট কারটি বিরামপুরের রেলগুমটি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি ১০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিরামপুর রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুজ্জামান বলেন, ট্রেন আসছে জানার পর আমি গেট ফেলে দেই। কিন্তু তারা প্রাইভেট কার নিয়ে গেটের এক পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা ছিটকে পড়ে নিহত হয়।