রাজধানীর ধামরাইয়ে পৌরসভার লাকুরিয়াপাড়া এলাকায় রাতে বাসায় একা পেয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় নবীনুর (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌরসভার লাকুরিয়াপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নবীনুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ধামরাই পৌরশহরে লাকুরিয়া পাড়া এলাকার হান্নানের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, ছাত্রীর মা ধামরাই উপজেলায় একটি কারখানায় চাকরি করেন এবং বাবা পৌরসভার বিভিন্ন জায়গায় কাজ করেন। ওই ছাত্রীর মা-বাবা কাজে বের হলে রাতে বাসায় একা পেয়ে নবীনুর তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে।পরে এ বিষয়ে জানতে পেরে ধামরাই থানায় এসে মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা।
এই বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সকালে নবীনুর নামে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।