মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

করোনায় চট্টগ্রামে ৩৫২ জন আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪ বার

চট্টগ্রাম করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৫২ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ১১ দশমিক ৩৩ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল মঙ্গলবার ৩ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ২৪৫ ও ১৩ উপজেলার ১০৭ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৩২, সীতাকুণ্ড ও বাঁশখালীতে ১১ করে, পটিয়ায় ৯, মিরসরাই, চন্দনাইশ ও বোয়ালখালীতে ৭ জন করে, ফটিকছড়িতে ৬ জন, আনোয়ারা ও সাতকানিয়ায় ৫ জন করে, লোহাগাড়া ও সন্দ্বীপে ৩ জন করে এবং রাউজানে ১ জন রয়েছেন।

রাঙ্গুনিয়া ও কর্ণফুলী উপজেলায় গতকাল কোনো রোগি শনাক্ত হয়নি। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৪ হাজার ৩২৫ জন। এদের মধ্যে শহরের ৯০ হাজার ৫ জন ও গ্রামের ৩৩ হাজার ৮২৫ জন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com