সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরের ২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৮ বার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ও চরজুবলি ইউনিয়নে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সরেজমিনে দেখা যায়, শীতকে উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াই করবেন মোট ১৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২৪ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৫৩ জন মেম্বার। দুই ইউনিয়নের মোট ভোটার রয়েছেন ৭১ হাজার ৬১৯ জন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম জানান, এ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এজন্য ৫০৫ জন পুলিশ, ৫৫৯ জন আনসার, ৩৭ জন র‍্যাব, ৬০ জন বিজিবি সদস্যসহ মোট ১ হাজার ১৬১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন ডিউটিতে পুলিশ সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে।

ভোটগ্রহণ চলাকালে বহিরাগত সন্ত্রাসী, ভিন্নকেন্দ্রের ভোটার এবং কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com